সিনিয়র রিপোর্টার
আগামীকাল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব ইমরুল কায়েস।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন রবিবার (১৪ জুলাই) বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
এর আগে, সোমবার (৮ জুলাই) চার দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় রাতে দেশে ফেরেন তিনি।
অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতিসহ সরকারপ্রধানের ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি ছিল দ্বিতীয় সফর এবং চীনে প্রথম সফর।