ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটা বিষয়ে সমাধান আদালতের থেকেইে আসতে হবে : প্রধানমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • 27

সিনিয়র রিপোর্টার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতের কাছে চলে গেছে। এ বিষয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নেই। সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে। আদালতের রায় মানতে হবে। আর যদি না মানে তাহলে কিছু করার নেই।

রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে তারা আইন মানবে না, আদালত মানবে না। সংবিধান কী তা তারা চেনে না। একটা সরকার কীভাবে চলে তা সম্পর্কে আন্দোলনকারীদের কোনো জ্ঞানই নেই। ভবিষ্যতে এরা নেতৃত্ব দেবে। পড়াশোনা করছে। ভালো রেজাল্ট করছে। আমাদের সংবিধান কী বলে তা তাদের জানা উচিত। রাষ্ট্র কীভাবে পরিচালনা হয় কোনো ধারণা আছে?

শেখ হাসিনা বলেন, এখন আদালত তাদের সুযোগ দিয়েছে। তারা আদালতে যাক, বলুক। কিন্তু তারা আদালতে না গিয়ে রাজপথে দাবি আদায় করতে চায়। আদালত যখন বলেছে, তখন আমার কিছু বলার অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসে কিছু করার নেই। ফলে তারা রাজপথে আন্দোলন করতেই থাকবে, করুক। তবে ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। পুলিশের গায়ে হাত দেওয়া, গাড়ি ভাঙা। তখন আইন আপন গতিতে চলবে।

ট্যাগস

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা বিষয়ে সমাধান আদালতের থেকেইে আসতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

সিনিয়র রিপোর্টার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতের কাছে চলে গেছে। এ বিষয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নেই। সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে। আদালতের রায় মানতে হবে। আর যদি না মানে তাহলে কিছু করার নেই।

রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে তারা আইন মানবে না, আদালত মানবে না। সংবিধান কী তা তারা চেনে না। একটা সরকার কীভাবে চলে তা সম্পর্কে আন্দোলনকারীদের কোনো জ্ঞানই নেই। ভবিষ্যতে এরা নেতৃত্ব দেবে। পড়াশোনা করছে। ভালো রেজাল্ট করছে। আমাদের সংবিধান কী বলে তা তাদের জানা উচিত। রাষ্ট্র কীভাবে পরিচালনা হয় কোনো ধারণা আছে?

শেখ হাসিনা বলেন, এখন আদালত তাদের সুযোগ দিয়েছে। তারা আদালতে যাক, বলুক। কিন্তু তারা আদালতে না গিয়ে রাজপথে দাবি আদায় করতে চায়। আদালত যখন বলেছে, তখন আমার কিছু বলার অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসে কিছু করার নেই। ফলে তারা রাজপথে আন্দোলন করতেই থাকবে, করুক। তবে ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। পুলিশের গায়ে হাত দেওয়া, গাড়ি ভাঙা। তখন আইন আপন গতিতে চলবে।