সিনিয়র রিপোর্টার
সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এরই মধ্যে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেওয়ার কথা রয়েছে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন। আন্দোলনকারীদের রুখতে শাহবাগসহ আশপাশের সড়কে জলকামানসহ বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।
রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’ -স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের রাজাকার বলে আখ্যায়িত করেছে। তার বক্তব্য প্রত্যাহারের প্রতিবাদে ও সরকারি চাকরিতে কেটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলবে। আজ দুপুর ২টায় বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ঢাবির বিভিন্ন হল ও সড়ক পরিদর্শন করবে।
কোটা আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন গণমাধ্যমকে জানান, আজ আমাদের আন্দোলন শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে। সেইসঙ্গে অতি দ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাস করতে হবে।
পুলিশ জানায়, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে নেমে যানবাহন চলাচলে বাধা ও জন-দুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীরা আদালত অবমাননা করে আইনশৃঙ্খলা ভঙ্গ করছে। তারা যেন সড়ক অবরোধ করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি না করে, সে বিষয়ে ঊর্ধ্বতন থেকে বার্তা দেওয়া হয়েছে।
সোমবার সকালে পুরান ঢাকা হোসাইনী দালান ইমামবাড়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, চলমান কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিষয়। উচ্চ আদালত যে আদেশ দেবে সেটিকে শ্রদ্ধা করা ও মানা নাগরিকের দায়িত্ব। আমরা আদালতের নিয়ম মানতে বাধ্য। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গে কোনও অপতৎপরতা চালালে শক্ত হাতে মোকাবিলা করা হবে।