ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর ইসি’

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • 381

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয় নম্বার দেওয়া শুরু হয়েছে। আগে ছিল একটি হালকা ধরনের পরিচয়পত্র। এখন একটি অত্যাধুনিক পরিচয়পত্র দেওয়া হচ্ছে। আগে নিবন্ধন নির্বাচন কমিশন করতো। সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসেবে গ্রহণ করবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব রয়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার  মো. সাইদুল ইসলাম, কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায়ে ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জনকে স্মার্ট কার্ড দেওয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর ইসি’

আপডেট সময় ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয় নম্বার দেওয়া শুরু হয়েছে। আগে ছিল একটি হালকা ধরনের পরিচয়পত্র। এখন একটি অত্যাধুনিক পরিচয়পত্র দেওয়া হচ্ছে। আগে নিবন্ধন নির্বাচন কমিশন করতো। সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসেবে গ্রহণ করবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব রয়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার  মো. সাইদুল ইসলাম, কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায়ে ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জনকে স্মার্ট কার্ড দেওয়া হবে।