ঢাকা
,
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আইডি কার্ডই পোশাক শ্রমিকদের কারফিউ পাস
- ডেস্ক :
- আপডেট সময় ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- 105
অনলাইন ডেস্ক : পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সব কারখানা আজ (বুধবার) থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই হবে কারফিউ পাস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বরাতে এ তথ্য জানা গেছে। এছাড়া, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পোশাক কারখানা খুলে দেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে গণ্য হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে এসব কারখানা। ঢাকা ও এর আশপাশের সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ