ঢাকা , রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রগতি সরণি এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 44

সিনিয়র রিপোর্টার

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে প্রগতি সরণি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলছেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। আমাদের ভাইদের খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে আমরা বিক্ষোভ মিছিল করব।

অন্যদিকে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে ব্যাপক সংখ্যক পুলিশ।

এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারাদেশে বিক্ষোভ করবে তারা। একইসঙ্গে রবিবার (৪ আগস্ট) থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শনিবারের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। রবিবার থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না। এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না। সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রগতি সরণি এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

সিনিয়র রিপোর্টার

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে প্রগতি সরণি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলছেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। আমাদের ভাইদের খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে আমরা বিক্ষোভ মিছিল করব।

অন্যদিকে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে ব্যাপক সংখ্যক পুলিশ।

এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারাদেশে বিক্ষোভ করবে তারা। একইসঙ্গে রবিবার (৪ আগস্ট) থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শনিবারের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। রবিবার থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না। এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না। সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।