ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 89

চট্রগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আন্দোলনকারীদের একটি মিছিল বহদ্দারহাট মোড়ে এসে ভাঙচুর চালায়। এরপরই শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের সময় বেশ কিছু গুলির শব্দ শোনা যায়। এ সময়বহদ্দারহাটের এক পাশে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের পাশে পুলিশের অবস্থান ছিল। একই সময় মুরাদপুরের দিক থেকে আন্দোলনকারীদের একটি মিছিল বহদ্দারহাটের দিকে আসে। একপর্যায়ে তাঁরা বহদ্দারহাট মোড়ে অবস্থান নেন। এরপর একটি অংশ মেয়রের বাসার দিকে এগিয়ে গেলে পাশের দোকানগুলোতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় বহদ্দারহাট পুকুরপাড় ও ওয়াপদা কলোনি মুখে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশ ও নেতা-কর্মীদের ধাওয়া দেন। কিছু সময়ের জন্য আবার বহদ্দারহাট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিয়াম বলেন, ‘আন্দোলনকারীদের সংখ্যা ছয় শতাধিক ছিল। তারা স্লোগান দিয়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন। পরে গুলির শব্দ পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার পর পরিস্থিতি শান্ত হয়েছে। তবে এলাকা এখনো থমথমে।’

এর আগে আজ দুপুর একটার দিকে আন্দোলনকারীরা ওয়াসা মোড়ে অবস্থান নেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। ওয়াসা মোড়ে অবস্থানকালে দুপুর দুইটার দিকে পাশের পল্টন রোডে আন্দোলনকারীদের সঙ্গে ২০ থেকে ২৫ জন যুবকের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।

আন্দোলনকারীরা জানান, বিক্ষোভকারীদের একজন পল্টন রোডের একটি চায়ের দোকানে গেলে ওই এলাকায় অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে তারা ধাওয়া দিয়ে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করেছেন।পল্টন রোড থেকে আবারও মোড়ে ফেরার সময় ওয়াসা ভবনে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। পরে আবারও তারা ওয়াসা মোড়ে অবস্থান নেন। এ সময় ওয়াসা মোড়ের অদূরে ইস্পাহানি মোড় ও কাজীর দেউড়ি মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের।তবে বিক্ষোভকারী ও ছাত্রলীগ-যুবলীগের অবস্থানের মাঝামাঝি স্থানে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। বিকাল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীরা ওয়াসা মোড় থেকে মিছিল নিয়ে সিডিএ অ্যাভিনিউ হয়ে বহদ্দারহাটের দিকে এগিয়ে যান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি

আপডেট সময় ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

চট্রগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আন্দোলনকারীদের একটি মিছিল বহদ্দারহাট মোড়ে এসে ভাঙচুর চালায়। এরপরই শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের সময় বেশ কিছু গুলির শব্দ শোনা যায়। এ সময়বহদ্দারহাটের এক পাশে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের পাশে পুলিশের অবস্থান ছিল। একই সময় মুরাদপুরের দিক থেকে আন্দোলনকারীদের একটি মিছিল বহদ্দারহাটের দিকে আসে। একপর্যায়ে তাঁরা বহদ্দারহাট মোড়ে অবস্থান নেন। এরপর একটি অংশ মেয়রের বাসার দিকে এগিয়ে গেলে পাশের দোকানগুলোতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় বহদ্দারহাট পুকুরপাড় ও ওয়াপদা কলোনি মুখে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশ ও নেতা-কর্মীদের ধাওয়া দেন। কিছু সময়ের জন্য আবার বহদ্দারহাট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিয়াম বলেন, ‘আন্দোলনকারীদের সংখ্যা ছয় শতাধিক ছিল। তারা স্লোগান দিয়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন। পরে গুলির শব্দ পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার পর পরিস্থিতি শান্ত হয়েছে। তবে এলাকা এখনো থমথমে।’

এর আগে আজ দুপুর একটার দিকে আন্দোলনকারীরা ওয়াসা মোড়ে অবস্থান নেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। ওয়াসা মোড়ে অবস্থানকালে দুপুর দুইটার দিকে পাশের পল্টন রোডে আন্দোলনকারীদের সঙ্গে ২০ থেকে ২৫ জন যুবকের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।

আন্দোলনকারীরা জানান, বিক্ষোভকারীদের একজন পল্টন রোডের একটি চায়ের দোকানে গেলে ওই এলাকায় অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে তারা ধাওয়া দিয়ে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করেছেন।পল্টন রোড থেকে আবারও মোড়ে ফেরার সময় ওয়াসা ভবনে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। পরে আবারও তারা ওয়াসা মোড়ে অবস্থান নেন। এ সময় ওয়াসা মোড়ের অদূরে ইস্পাহানি মোড় ও কাজীর দেউড়ি মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের।তবে বিক্ষোভকারী ও ছাত্রলীগ-যুবলীগের অবস্থানের মাঝামাঝি স্থানে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। বিকাল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীরা ওয়াসা মোড় থেকে মিছিল নিয়ে সিডিএ অ্যাভিনিউ হয়ে বহদ্দারহাটের দিকে এগিয়ে যান।