সিনিয়র রিপোর্টার
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সোমবার (৫ আগস্ট) সকাল ১০টার পর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে রাসেল (২৫) নামে একজন নিহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
গুলিবিদ্ধ রাসেলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারীরা। এরপর ১১টা ৪০ মিনিটে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় রাসেলকে হাসপাতালে নিয়ে আসা সুমন নামে এক পথচারী গণমাধ্যমকে বলেন, কাজলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়েছিলেন রাসেল। তাঁর মাথায় গুলির চিহ্ন রয়েছে।
এর আগে, সকাল ৯টার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানার মোড়ের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী। তাঁদের সঙ্গে রয়েছে র্যাব, পুলিশ, এপিবিএনের সদস্যরা। সকাল ১০টার পর থেকে রাজধানীর শনিরআখড়া, কাজলা ও রায়েরবাগ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা।
এরপর একটার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ যাত্রাবাড়ী থানার মোড়ে মিছিল শুরু করে। দুপুর দেড়টার দিকে থানার সামনে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। যাত্রাবাড়ী থানার সামনে সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।