ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জরুরি বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 81

সিনিয়র রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদ ভেঙে দিয়ে ‘অতি দ্রুত’ একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম, তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন। বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন নাম প্রস্তাব করা হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার চান নাগরিক সমাজের প্রতিনিধিরা

জরুরি বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

সিনিয়র রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদ ভেঙে দিয়ে ‘অতি দ্রুত’ একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম, তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন। বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন নাম প্রস্তাব করা হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।