ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বেতারের লুট হওয়া মালামাল উদ্ধার করলো নৌবাহিনী ও পুলিশ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 108

অনলাইন ডেস্ক  :  গত ৫ আগস্টের পর খুলনা বেতার কেন্দ্র থেকে লুট হওয়া এক ট্রাক মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে এ সব মালামাল উদ্ধার করা হয়।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুইজনকে ধরে তাদের কাছ থেকে মালামালগুলো উদ্ধার করেছি। তারা আরও মালামালের খোঁজ দিতে চেয়েছে। শনিবার আবারও অভিযান চালানো হবে।

ওসি ওহিদুজ্জামান আরও জানান, পরবর্তীতে উদ্ধার করা মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে এই যৌথ অভিযানে অংশ নেয় নৌবাহিনী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনা বেতারের লুট হওয়া মালামাল উদ্ধার করলো নৌবাহিনী ও পুলিশ

আপডেট সময় ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

অনলাইন ডেস্ক  :  গত ৫ আগস্টের পর খুলনা বেতার কেন্দ্র থেকে লুট হওয়া এক ট্রাক মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে এ সব মালামাল উদ্ধার করা হয়।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুইজনকে ধরে তাদের কাছ থেকে মালামালগুলো উদ্ধার করেছি। তারা আরও মালামালের খোঁজ দিতে চেয়েছে। শনিবার আবারও অভিযান চালানো হবে।

ওসি ওহিদুজ্জামান আরও জানান, পরবর্তীতে উদ্ধার করা মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে এই যৌথ অভিযানে অংশ নেয় নৌবাহিনী।