ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • 127

অনলাইন ডেস্ক

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেন।

কূটনৈতিক সূত্র বলছে, ২০২২ সালের নভেম্বরে পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন অবসরে যান। কিন্তু বিদায়ী শেখ হাসিনা সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সবশেষ ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠ অবস্থান ছিল তার। আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকারের চেষ্টা ছিল তার অন্যতম উদাহরণ। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকেই পররাষ্ট্র সচিবের বিদায়ের আওয়াজ ওঠে। তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে তার বিদায়ের ঘটনা ঘটল।

এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। নীতিনির্ধারকদের সিগন্যাল পেয়েই সচিবকে বিদায় দেওয়া হচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে।

ট্যাগস

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের দুই মন্ত্রী

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আপডেট সময় ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

অনলাইন ডেস্ক

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেন।

কূটনৈতিক সূত্র বলছে, ২০২২ সালের নভেম্বরে পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন অবসরে যান। কিন্তু বিদায়ী শেখ হাসিনা সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সবশেষ ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠ অবস্থান ছিল তার। আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকারের চেষ্টা ছিল তার অন্যতম উদাহরণ। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকেই পররাষ্ট্র সচিবের বিদায়ের আওয়াজ ওঠে। তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে তার বিদায়ের ঘটনা ঘটল।

এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। নীতিনির্ধারকদের সিগন্যাল পেয়েই সচিবকে বিদায় দেওয়া হচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে।