ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘ভাগ্যক্রমে’ জুটিবদ্ধ হলেন আদর আহমেদ ও নাজিয়া বর্ষা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • 396

অনলাইন ডেস্ক : সম্প্রতি শুটিং শেষ হওয়া টেলিফিল্ম ভাগ্যক্রমের ভিন্ন ধারার এ গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করেন আদর আহমেদ ও নাজিয়া বর্ষা। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন , সিয়াম নাসির  সাইফুল , রাজু সরকার , আদিবা , সানজিদা মিঠু সহ আরও অনেকে। টেলিফিল্মটি রচনা করেছেন শাহজাদা সাহেদ ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। চিত্রগ্রহণে ছিলেন আল আমিন হোসাইন।

ভাগ্যক্রমে টেলিফিল্মটির প্রসঙ্গে আদর আহমেদ জানান , আমি সাধারণত ট্রেন্ডি গল্পে কাজ করে থাকি সে ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রম গল্প। আশা করছি দর্শকের কাজটি ভালো লাগবে এবং কাজটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী। আদর আহমেদ আরো জানান ডাবিং শেষ হলেই খুব শীঘ্রই একটি বেসরকারি  টেলিভিশন চ্যানেল এ টেলিফিল্মটি প্রচারিত হবে।

সম্প্রতি এই জুটির বেশ কিছু একক নাটক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হাজির পোলা নান্নার মাইয়া, বধূবরণ , ছেড়ে যেও না , হোটেল সুলতান , সাবলেট এ বয়ফ্রেন্ড , এক্স যখন হাসবেন্ড ,  জাস্ট ফ্রেন্ড যখন বয়ফ্রেন্ড  এবং জনপ্রিয় সিরিজ স্কুল গ্যাং। এই জুটির আরো বেশ কিছু একক নাটক মুক্তির অপেক্ষায় আছে বলে জানা যায়।

ট্যাগস

আজ ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে

‘ভাগ্যক্রমে’ জুটিবদ্ধ হলেন আদর আহমেদ ও নাজিয়া বর্ষা

আপডেট সময় ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : সম্প্রতি শুটিং শেষ হওয়া টেলিফিল্ম ভাগ্যক্রমের ভিন্ন ধারার এ গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করেন আদর আহমেদ ও নাজিয়া বর্ষা। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন , সিয়াম নাসির  সাইফুল , রাজু সরকার , আদিবা , সানজিদা মিঠু সহ আরও অনেকে। টেলিফিল্মটি রচনা করেছেন শাহজাদা সাহেদ ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। চিত্রগ্রহণে ছিলেন আল আমিন হোসাইন।

ভাগ্যক্রমে টেলিফিল্মটির প্রসঙ্গে আদর আহমেদ জানান , আমি সাধারণত ট্রেন্ডি গল্পে কাজ করে থাকি সে ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রম গল্প। আশা করছি দর্শকের কাজটি ভালো লাগবে এবং কাজটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী। আদর আহমেদ আরো জানান ডাবিং শেষ হলেই খুব শীঘ্রই একটি বেসরকারি  টেলিভিশন চ্যানেল এ টেলিফিল্মটি প্রচারিত হবে।

সম্প্রতি এই জুটির বেশ কিছু একক নাটক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হাজির পোলা নান্নার মাইয়া, বধূবরণ , ছেড়ে যেও না , হোটেল সুলতান , সাবলেট এ বয়ফ্রেন্ড , এক্স যখন হাসবেন্ড ,  জাস্ট ফ্রেন্ড যখন বয়ফ্রেন্ড  এবং জনপ্রিয় সিরিজ স্কুল গ্যাং। এই জুটির আরো বেশ কিছু একক নাটক মুক্তির অপেক্ষায় আছে বলে জানা যায়।