ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর ৯০১তম গোলে পর্তুগালের জয়

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • 85
ক্রীড়া ডেস্ক  

ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ফুরিয়ে যাননি। বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন, ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক পূরণ করেই বুটজোড়া তুলে রাখবেন তিনি। সেই পথে নিজেকে এগিয়েও নিচ্ছেন। নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৯০০ গোল পূরণের পর এবার ৯০১তম গোলটিও পেয়ে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচে বদলি হয়ে নামা রোনালদোর স্কোরে ২-১ গোলে তারা স্কটল্যান্ডকে হারিয়েছে।  

অবশ্য স্কটল্যান্ড শুরুতেই স্তব্ধ করে দেয় পর্তুগিজদের। সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাকটোমিনে। প্রথমার্ধে কেবল এই একটি শটই লক্ষ‍্যে রাখতে পারে সফরকারীরা। তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। প্রত্যাশিত গোল আসে দ্বিতীয় হাফে।

৫৪তম মিনিটে রাফায়েল লিয়াও’র কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। জন্মদিনের দিন গোল করে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার। দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো। আর ম্যাচ শেষের আগে তিনিই ব্যবধান গড়ে দেন।

ম্যাচের ৮৮তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠান রোনালদো। যা তার ৯০১তম গোল। তার পাশাপাশি সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে গোল পেলেন আল নাসরের এই তারকা। ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে পর্তুগাল।

এই গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের হয়ে গোল করেছেন লুকা মদ্রিচ।  

`এ’ লিগের গ্রুপ ১-এ পর্তুগাল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ক্রোয়েশিয়ার। সমান পয়েন্ট নিয়ে তিনে পোল্যান্ড। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রোনালদোর ৯০১তম গোলে পর্তুগালের জয়

আপডেট সময় ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
ক্রীড়া ডেস্ক  

ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ফুরিয়ে যাননি। বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন, ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক পূরণ করেই বুটজোড়া তুলে রাখবেন তিনি। সেই পথে নিজেকে এগিয়েও নিচ্ছেন। নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৯০০ গোল পূরণের পর এবার ৯০১তম গোলটিও পেয়ে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচে বদলি হয়ে নামা রোনালদোর স্কোরে ২-১ গোলে তারা স্কটল্যান্ডকে হারিয়েছে।  

অবশ্য স্কটল্যান্ড শুরুতেই স্তব্ধ করে দেয় পর্তুগিজদের। সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাকটোমিনে। প্রথমার্ধে কেবল এই একটি শটই লক্ষ‍্যে রাখতে পারে সফরকারীরা। তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। প্রত্যাশিত গোল আসে দ্বিতীয় হাফে।

৫৪তম মিনিটে রাফায়েল লিয়াও’র কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। জন্মদিনের দিন গোল করে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার। দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো। আর ম্যাচ শেষের আগে তিনিই ব্যবধান গড়ে দেন।

ম্যাচের ৮৮তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠান রোনালদো। যা তার ৯০১তম গোল। তার পাশাপাশি সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে গোল পেলেন আল নাসরের এই তারকা। ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে পর্তুগাল।

এই গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের হয়ে গোল করেছেন লুকা মদ্রিচ।  

`এ’ লিগের গ্রুপ ১-এ পর্তুগাল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ক্রোয়েশিয়ার। সমান পয়েন্ট নিয়ে তিনে পোল্যান্ড।