ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোলাম মাওলা রনিকে সেনা কর্মকর্তা পরিচয়ে হুমকি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • 10

সিনিয়র রিপোর্টার

সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে হুমকির ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এ ঘটনায় সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হুমকির বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সাবেক এই সংসদ সদস্য। 

রনির ফেসবুকে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে +8801858846051 নম্বর থেকে ফোন করে জনৈক ব্যক্তি গত কয়েক দিন আগে আমার ব্যাক্তিগত সচিবকে নানা হুমকি-ধমকি দিতে থাকেন।

আজ সকাল ১১টা ৩৬ মিনিটে উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন, তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফারফা করার জন্য । নইলে…।’

রনি আরো লিখেছেন, ‘আমি ব্যবসা করি সেই ১৯৯১ সাল থেকে। কোনো দিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন, তদবির বা হুমকি পাইনি। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ড. ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একি বিপদে পড়লাম। আমার এখন কী করা উচিত?’

ট্যাগস

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গোলাম মাওলা রনিকে সেনা কর্মকর্তা পরিচয়ে হুমকি

আপডেট সময় ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে হুমকির ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এ ঘটনায় সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হুমকির বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সাবেক এই সংসদ সদস্য। 

রনির ফেসবুকে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে +8801858846051 নম্বর থেকে ফোন করে জনৈক ব্যক্তি গত কয়েক দিন আগে আমার ব্যাক্তিগত সচিবকে নানা হুমকি-ধমকি দিতে থাকেন।

আজ সকাল ১১টা ৩৬ মিনিটে উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন, তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফারফা করার জন্য । নইলে…।’

রনি আরো লিখেছেন, ‘আমি ব্যবসা করি সেই ১৯৯১ সাল থেকে। কোনো দিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন, তদবির বা হুমকি পাইনি। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ড. ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একি বিপদে পড়লাম। আমার এখন কী করা উচিত?’