ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় যৌথ অভিযান : কোটি টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার তিন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • 37

সিনিয়র রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

গোপনসূত্রে জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ ৩নং রোডের বাসা নং-১০ এর ফ্ল্যাট নং-৭/এ এবং উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ ১৮নং রোডের বাসা নং-২ এর ৯ম তলা হোসেন অ্যান্ড হোসেন এ্যাসোসিয়েটস নামক অফিসে সাবেক মহিলা এমপি নাজমা আক্তারের ভাই শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য মাহাবুব হাসান কাবুলের অফিসে পুলিশের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রয়েছে।  এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি (তাজা), ০১টি পিস্তলের লাইসেন্স, ০২টি ওয়াকিটকি, ০১টি কালো রংয়ের পিস্তল সাদৃশ্য বস্তু, ০৫টি ব্যাটন লাঠি, ০১টি জিডির কপি উদ্ধার করে। এ সময় মাহাবুব হাসান কাবুলের (মোছা. রোকেয়া আক্তার) সহধর্মিনীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, পুলিশের জ্যাকেট ও পুলিশের অস্ত্র ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের হেফাজতে আছে। পরবর্তীতে এই বিষয়ে ব্যাপকভাবে অনুসন্ধান করে উক্ত তথ্যের ভিত্তিতে গত (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী একটি টিম ও উত্তরা পশ্চিম থানার একটি বিশেষ টিমের সমন্বয়ে উক্ত বাসায় অভিযান পরিচলানা করা হয়। উক্ত অভিযান বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬৫টি একশো ডলারের নোট, ৪১টি ১ হাজার থাই বাথের নোট, ২০টি পাঁচশ দিরহামের নোট, ৪টি ২০ ইউএস ডলারের নোট, ১টি ৫ ইউস ডলারের নোট, ১টি ১ ইউএস ডলারের নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ খাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ১টি ১০০ দেরহামের নোট, ১টি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দেরহামের নোট, ২ টি ৫ দেরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ১ টি ২ সিঙ্গপুর ডলারের নোট, ১টি ১০০ রিয়ালের নোট, ২টি ৫০ রিয়ালের নোট, ২ টি ১০ রিয়ালের নোট, ৩টি ৫ রিয়ালের নোট, ১টি ১ রিয়ালের নোটি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ শত রুপির নোট, ১টি ২০০ শত রুপির নোট, ৫টি ১০০ শত রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট, ৬টি ১০ রুপির নোট ছিল। 

এছাড়া তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে পুলিশ লেখা ছিল। অভিযানে দুটি প্রাইভেটকারও (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।

উল্লেখ্য, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। অভিযুক্তরা দাবি করেন, উদ্ধারকৃত টাকা, মুদ্রা এবং গাড়ি ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এর ছেলে আবির হাসান তামিম এর শশুর বাড়ি বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামীরা জানায় জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উত্তরায় যৌথ অভিযান : কোটি টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার তিন

আপডেট সময় ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

গোপনসূত্রে জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ ৩নং রোডের বাসা নং-১০ এর ফ্ল্যাট নং-৭/এ এবং উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ ১৮নং রোডের বাসা নং-২ এর ৯ম তলা হোসেন অ্যান্ড হোসেন এ্যাসোসিয়েটস নামক অফিসে সাবেক মহিলা এমপি নাজমা আক্তারের ভাই শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য মাহাবুব হাসান কাবুলের অফিসে পুলিশের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রয়েছে।  এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি (তাজা), ০১টি পিস্তলের লাইসেন্স, ০২টি ওয়াকিটকি, ০১টি কালো রংয়ের পিস্তল সাদৃশ্য বস্তু, ০৫টি ব্যাটন লাঠি, ০১টি জিডির কপি উদ্ধার করে। এ সময় মাহাবুব হাসান কাবুলের (মোছা. রোকেয়া আক্তার) সহধর্মিনীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, পুলিশের জ্যাকেট ও পুলিশের অস্ত্র ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের হেফাজতে আছে। পরবর্তীতে এই বিষয়ে ব্যাপকভাবে অনুসন্ধান করে উক্ত তথ্যের ভিত্তিতে গত (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী একটি টিম ও উত্তরা পশ্চিম থানার একটি বিশেষ টিমের সমন্বয়ে উক্ত বাসায় অভিযান পরিচলানা করা হয়। উক্ত অভিযান বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬৫টি একশো ডলারের নোট, ৪১টি ১ হাজার থাই বাথের নোট, ২০টি পাঁচশ দিরহামের নোট, ৪টি ২০ ইউএস ডলারের নোট, ১টি ৫ ইউস ডলারের নোট, ১টি ১ ইউএস ডলারের নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ খাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ১টি ১০০ দেরহামের নোট, ১টি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দেরহামের নোট, ২ টি ৫ দেরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ১ টি ২ সিঙ্গপুর ডলারের নোট, ১টি ১০০ রিয়ালের নোট, ২টি ৫০ রিয়ালের নোট, ২ টি ১০ রিয়ালের নোট, ৩টি ৫ রিয়ালের নোট, ১টি ১ রিয়ালের নোটি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ শত রুপির নোট, ১টি ২০০ শত রুপির নোট, ৫টি ১০০ শত রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট, ৬টি ১০ রুপির নোট ছিল। 

এছাড়া তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে পুলিশ লেখা ছিল। অভিযানে দুটি প্রাইভেটকারও (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।

উল্লেখ্য, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। অভিযুক্তরা দাবি করেন, উদ্ধারকৃত টাকা, মুদ্রা এবং গাড়ি ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এর ছেলে আবির হাসান তামিম এর শশুর বাড়ি বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামীরা জানায় জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।