অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে ফারজানা ইয়াসমিন নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলযোগে সন্ধ্যায় খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। মোটরসাইকেলটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা
,
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
খুলনায় ট্রাকচাপায় প্রাণ গেলো নারী কনস্টেবলের
- ডেস্ক :
- আপডেট সময় ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- 99
ট্যাগস
জনপ্রিয় সংবাদ