অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ স্কটিশদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শারজায় আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১১৯ রানের সংগ্রহ পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। তাতে ১৬ রানের জয় পায় বাংলাদেশের মেয়েরা।
এতে ১০ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল টাইগ্রেসরা। বাংলাদেশের মেয়েরা ২০১৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল। সেই বছরই দুইটি জয়ের দেখা পায়। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। অবশেষ নবম আসরে এসে সেই খরা কাটিয়ে জয়ের দেখা পেয়েছে।
এদিকে, এই ম্যাচে টস করতে নেমেই শততম ম্যাচের মাইলফলক ছয়ে থাকেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাথী রানী ও মুর্শিদা খাতুন। তবে স্কটিশদের মিডিয়াম পেসের সামনে নিজেদেরকে মেলে ধরতে পারেননি টাইগ্রেস দুই ওপেনার। দলীয় ২৬ রানে ১২ রান করে আউট হন মুর্শিদা। দ্বিতীয় উইকেটে নামা সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সাথী।
কিন্তু দলীয় ৬৮ রানে ৩২ বলে ২৯ রান করে ফিরে যান সাথী। তার বিদায়ে পর ধস নামে টাইগার ব্যাটরদের। ৩৫ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। মোস্তারি ৩৮ বলে ৩৬, স্বর্না আক্তার ৭ বলে ৫, রিতু মনি ৪ বলে ও রানের খাতা খোলার আগেই তাজ নেহার সাজঘরে ফিরে যান।
টাইগ্রেসদের ব্যাটিং বিপর্যের মধ্যে দিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক জ্যোতি। আউট হওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্কটল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্যাথরিন ফ্রেজার।