ঢাকা , বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলার যথাযথ জবাব দেবে ইরান : পেজেশকিয়ান

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • 2

আন্তর্জাতিক ডেস্ক  

ইসরায়েলের সাম্প্রতিক হামলার যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার (২৭ অক্টোবর) ইরানের মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।

সোমবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গত শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলার পাল্টা প্রতিশোধ নিতে সতর্ক বক্তব্য দিতে দেখা গেছে ইরানি শীর্ষ নেতাদের।

রবিবার (২৭ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে তেল আবিব হামলার যথাযথ জবাব দেবে ইরান। 

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখব না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলা নিয়ে মন্তব করেছেন। তিনি বলেন, এটি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন যে তারা কীভাবে ইরানি জনগণের ইচ্ছে ও শক্তিকে ইসরায়েলি সরকারের কাছে পৌঁছে দেবেন এবং দেশ ও জাতির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিবেন। 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা আগেই তারা বিষয়টি নিয়ে ইঙ্গিত পেয়েছিল। তিনি বলেন, আমরা সন্ধ্যা থেকেই রাতের সম্ভাব্য হামলার বিষয়ে ইঙ্গিত পাচ্ছিলাম। তবে এর বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

অপরদিকে ইরানে চালানো শক্তিশালী হামলায় ‘সব লক্ষ্য’ অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা কথা দিয়েছিলাম ইরানের হামলার জবাব দেওয়া হবে এবং শনিবার আমরা হামলা চালিয়েছি…হামলাটি ছিল নিখুঁত ও শক্তিশালী। এর মধ্য দিয়ে সব লক্ষ্য অর্জিত হয়েছে। 

পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওই হামলার পাল্টা কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোর মারা গেছে

ইসরায়েলি হামলার যথাযথ জবাব দেবে ইরান : পেজেশকিয়ান

আপডেট সময় ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক  

ইসরায়েলের সাম্প্রতিক হামলার যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার (২৭ অক্টোবর) ইরানের মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।

সোমবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গত শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলার পাল্টা প্রতিশোধ নিতে সতর্ক বক্তব্য দিতে দেখা গেছে ইরানি শীর্ষ নেতাদের।

রবিবার (২৭ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে তেল আবিব হামলার যথাযথ জবাব দেবে ইরান। 

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখব না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলা নিয়ে মন্তব করেছেন। তিনি বলেন, এটি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন যে তারা কীভাবে ইরানি জনগণের ইচ্ছে ও শক্তিকে ইসরায়েলি সরকারের কাছে পৌঁছে দেবেন এবং দেশ ও জাতির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিবেন। 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা আগেই তারা বিষয়টি নিয়ে ইঙ্গিত পেয়েছিল। তিনি বলেন, আমরা সন্ধ্যা থেকেই রাতের সম্ভাব্য হামলার বিষয়ে ইঙ্গিত পাচ্ছিলাম। তবে এর বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

অপরদিকে ইরানে চালানো শক্তিশালী হামলায় ‘সব লক্ষ্য’ অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা কথা দিয়েছিলাম ইরানের হামলার জবাব দেওয়া হবে এবং শনিবার আমরা হামলা চালিয়েছি…হামলাটি ছিল নিখুঁত ও শক্তিশালী। এর মধ্য দিয়ে সব লক্ষ্য অর্জিত হয়েছে। 

পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওই হামলার পাল্টা কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।