ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরকে খুঁজতে চট্টগ্রামে বাড়ি তল্লাশি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • 2

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহে অভিযান চালিয়েছে পুলিশ। পরে তাকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাতে আগ্রাবাদ অ্যাক্সেস রোডের এ আর টাওয়ারে এ অভিযান চালায় পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের পর লাপাত্তা হয়ে যান ওবায়দুল কাদের। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ওসি ফজলুল কাদের বলেন, সোর্স মারফতে তথ্য পেয়েছি, ৫ আগস্টের পর ওবায়দুল কাদের ওই বাসায় কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে রোগী সাজিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার স্ত্রীর বড় ভাইও একই তথ্য দিয়েছেন।

শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা। গাঢাকা দিয়েছেন মাঝারি ও তৃণমূল পর্যায়ের অনেক প্রভাবশালী নেতাও। মামলা ও গ্রেপ্তরের ভয়ে প্রকাশ্যে আসছেন না দলটির কোনো নেতাকর্মী। এর মধ্যে দলীয় বিভিন্ন পদে থাকা অনেককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরকে খুঁজতে চট্টগ্রামে বাড়ি তল্লাশি

আপডেট সময় ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহে অভিযান চালিয়েছে পুলিশ। পরে তাকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাতে আগ্রাবাদ অ্যাক্সেস রোডের এ আর টাওয়ারে এ অভিযান চালায় পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের পর লাপাত্তা হয়ে যান ওবায়দুল কাদের। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ওসি ফজলুল কাদের বলেন, সোর্স মারফতে তথ্য পেয়েছি, ৫ আগস্টের পর ওবায়দুল কাদের ওই বাসায় কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে রোগী সাজিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার স্ত্রীর বড় ভাইও একই তথ্য দিয়েছেন।

শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা। গাঢাকা দিয়েছেন মাঝারি ও তৃণমূল পর্যায়ের অনেক প্রভাবশালী নেতাও। মামলা ও গ্রেপ্তরের ভয়ে প্রকাশ্যে আসছেন না দলটির কোনো নেতাকর্মী। এর মধ্যে দলীয় বিভিন্ন পদে থাকা অনেককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।