ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্য গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • 5

সিনিয়র রিপোর্টার

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. জুম্মন কাজী (২৪), মো. হাসনাইন (২৮), মো. মিজানুর রহমান গাজী (২৪), ও  মো. হোসেন (২০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা ১০নং সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশে অবস্থান করার সময় উক্ত চারজনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার রাত্রীকালীন টহল টিম। এ সময় তাদের সহযোগী ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতো এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকিয়ে ডাকাতি করতো।

উল্লেখ্য, গ্রেপ্তার মো. জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। গ্রেপ্তারদের উত্তরা পশ্চিম থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।  মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

সিনিয়র রিপোর্টার

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. জুম্মন কাজী (২৪), মো. হাসনাইন (২৮), মো. মিজানুর রহমান গাজী (২৪), ও  মো. হোসেন (২০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা ১০নং সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশে অবস্থান করার সময় উক্ত চারজনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার রাত্রীকালীন টহল টিম। এ সময় তাদের সহযোগী ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতো এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকিয়ে ডাকাতি করতো।

উল্লেখ্য, গ্রেপ্তার মো. জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। গ্রেপ্তারদের উত্তরা পশ্চিম থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।  মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।