ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 12

অনলাইন ডেস্ক  :  নতুন করে বইয়ের টেন্ডার ও সংস্কারের কারণে এ বছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রবিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি দেশকে বই ছাপানোর জন্য টেন্ডার দেয়া হয়েছিল, যা বাতিল করা হয়েছে। নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বই দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। নতুন বইয়ে গণঅভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হবে। এছাড়া উপবৃত্তিসহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাব্বির আহত হয়েছেন

এ বছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

অনলাইন ডেস্ক  :  নতুন করে বইয়ের টেন্ডার ও সংস্কারের কারণে এ বছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রবিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি দেশকে বই ছাপানোর জন্য টেন্ডার দেয়া হয়েছিল, যা বাতিল করা হয়েছে। নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বই দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। নতুন বইয়ে গণঅভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হবে। এছাড়া উপবৃত্তিসহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে।