ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা একাডেমির ৪৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • 36
অনলাইন ডেস্ক  

বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ ও ছয়জনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেওয়া হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘সুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।


বার্ষিক সভায় মনোমুগ্ধকর বক্তব্য রাখেন বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান। তিনি বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে বাংলা একাডেমির অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আলোকপাত করেন। লায়ন খান আকতারুজ্জামান বলেন, “বাংলা একাডেমির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ প্রতিষ্ঠান আমাদের ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির অগ্রযাত্রার প্রতীক। তাই একাডেমির সভাপতি এবং মহাপরিচালকের হাতকে শক্তিশালী করে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, সচিব মোহা: নায়েব আলী ।

সভাটি বাংলা একাডেমির ৪৭ বছরের সাফল্য এবং অর্জন উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এই আয়োজনে সাহিত্যের প্রতি ভালোবাসা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। বাংলা একাডেমির অসমাপ্ত কাজগুলো সভাপতি ও মহা পরিচালকের হাতকে শক্তিশালী করে যার যার স্থান থেকে অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে হবে।
বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার হলো- সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪, আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪ এবং রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২৪ প্রাপ্তরা হচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।


সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৪’, শিশুসাহিত্যিক আবু সালেহ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’, নাট্যজন নায়লা আজাদ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক নাসিমা আনিস ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য) ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ এবং কথাসাহিত্যিক সুমন মজুমদার অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’-এ ভ‚ষিত হয়েছেন।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজণদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।


সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন।
বাংলা একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন একাডেমির উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বর্ষপূর্তি অনুষ্ঠানে : নৌপরিবহন উপদেষ্টা

বাংলা একাডেমির ৪৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন ডেস্ক  

বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ ও ছয়জনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেওয়া হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘সুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।


বার্ষিক সভায় মনোমুগ্ধকর বক্তব্য রাখেন বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান। তিনি বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে বাংলা একাডেমির অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আলোকপাত করেন। লায়ন খান আকতারুজ্জামান বলেন, “বাংলা একাডেমির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ প্রতিষ্ঠান আমাদের ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির অগ্রযাত্রার প্রতীক। তাই একাডেমির সভাপতি এবং মহাপরিচালকের হাতকে শক্তিশালী করে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, সচিব মোহা: নায়েব আলী ।

সভাটি বাংলা একাডেমির ৪৭ বছরের সাফল্য এবং অর্জন উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এই আয়োজনে সাহিত্যের প্রতি ভালোবাসা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। বাংলা একাডেমির অসমাপ্ত কাজগুলো সভাপতি ও মহা পরিচালকের হাতকে শক্তিশালী করে যার যার স্থান থেকে অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে হবে।
বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার হলো- সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪, আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪ এবং রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২৪ প্রাপ্তরা হচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।


সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৪’, শিশুসাহিত্যিক আবু সালেহ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’, নাট্যজন নায়লা আজাদ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক নাসিমা আনিস ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য) ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ এবং কথাসাহিত্যিক সুমন মজুমদার অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’-এ ভ‚ষিত হয়েছেন।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজণদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।


সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন।
বাংলা একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন একাডেমির উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।