ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • 2

সিনিয়র রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা- ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বিকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এ সময় রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা  শাখা (ডিবি) পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মোস্তফা জালাল মহিউদ্দিন এই মামলার আসামি।

মোস্তফা জালাল মহিউদ্দিন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৯৮১-১৯৮৩ পর্যন্ত সভাপতি ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন। ২০২২ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলার রায় পিছিয়েছে

মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

সিনিয়র রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা- ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বিকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এ সময় রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা  শাখা (ডিবি) পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মোস্তফা জালাল মহিউদ্দিন এই মামলার আসামি।

মোস্তফা জালাল মহিউদ্দিন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৯৮১-১৯৮৩ পর্যন্ত সভাপতি ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন। ২০২২ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।