ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বোমা হামলার হুমকি, শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর চলছে তল্লাশি

সিনিয়র রিপোর্টার

ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।


বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে তল্লাশি চলছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে।’

বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয়।

সূত্র আরো জানায়, বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে।

হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আতিক-পলকসহ চারজন রিমান্ডে

বোমা হামলার হুমকি, শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর চলছে তল্লাশি

আপডেট সময় ৫ ঘন্টা আগে

সিনিয়র রিপোর্টার

ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।


বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে তল্লাশি চলছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে।’

বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয়।

সূত্র আরো জানায়, বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে।

হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।