সিনিয়র রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে ও আদাবর থানা এলাকার ছাত্রলীগ নেতা রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, রুবেল আহমেদের বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রুবেল আহমেদের বিভিন্ন অপকর্মের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃত রুবেল আহমেদকে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।