ঢাকা , সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যে ৫০ শতাংশ ছাড়

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 5

অনলাইন ডেস্ক  :  পবিত্র রমজান মাসে রোজাদারদের সুবিধায় সংযুক্ত আরব আমিরাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ছাড় দেয়া হচ্ছে। বড় বড় শপিংমলগুলোতে চলছে বিশেষ অফার। এছাড়াও দেশটির অফিস আদালতের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

রমজান উপলক্ষে ৫০ শতাংশের উপরে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে আরব আমিরাতের রিটেইলার প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত। পবিত্র মাহে রমজান মাসকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে দেশটি। এই মাসে যেন মানুষের কোনো অপূর্ণতা না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়।

সরেজমিনে গিয়ে আরব আমিরাত সুপারমার্কেটে দেখা যায়, বড় করে সাইনবোর্ড ও স্টিকার দিয়ে ৫০ শতাংশ ছাড় লেখা রয়েছে। ক্রেতাদের ভিড় বাড়ছে মার্কেটে। পরিবারে নিয়ে অফিসের ছুটির পর সন্ধ্যায় এ মার্কেটে চোখে পড়ছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে এ সরকারের পক্ষ থেকে খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে নয়টি মৌলিক ভোক্তা পণ্যের দাম বাড়াতে পারবেন না জানিয়েছেন। এ পণ্যগুলির মধ্যে রয়েছে রান্নার তেল, ডিম, দুগ্ধ, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি এবং গম।

প্রতি বছরের মতো এবারও মাহে রমজান উপলক্ষে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমিরাত সরকার। প্রায় ১০ হাজার নিত্যপণ্যের ওপর দিয়েছে বিশেষ মূল্য ছাড়। মসজিদে যেন মুসল্লিরা স্বাভাবিকভাবে তারাবির নামাজ আদায় করতে পারে সেই বিষয়ে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। রমজান মাস কেন্দ্র করে বিশেষভাবে সাজানো হয়েছে পুরো আমিরাতকে। এদিকে মাহে রমজান উপলক্ষে কয়েক শত বন্দিকে মুক্তি ঘোষণা দিয়েছেন আমিরাত সরকার।  

খাদ্যদ্রব্যের ওপর বিশেষ মূল্য ছাড় ও নিয়ন্ত্রণ থাকায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বাসিন্দারা। রমজানকে কেন্দ্র করে প্রবাসী কমিউনিটি ও পরিবারগুলো ইফতার মাহফিলসহ নানা আয়োজন সাজিয়ে রেখেছে মাসব্যাপী। পবিত্র কোরআন খতম ও প্রতিযোগিতার আয়োজন রেখেছে বিভিন্ন সংগঠন।

ট্যাগস

লালমাটিয়ায় দুই তরুণীর ধূমপানের জেরে হুলস্থূল

আমিরাতে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যে ৫০ শতাংশ ছাড়

আপডেট সময় ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

অনলাইন ডেস্ক  :  পবিত্র রমজান মাসে রোজাদারদের সুবিধায় সংযুক্ত আরব আমিরাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ছাড় দেয়া হচ্ছে। বড় বড় শপিংমলগুলোতে চলছে বিশেষ অফার। এছাড়াও দেশটির অফিস আদালতের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

রমজান উপলক্ষে ৫০ শতাংশের উপরে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে আরব আমিরাতের রিটেইলার প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত। পবিত্র মাহে রমজান মাসকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে দেশটি। এই মাসে যেন মানুষের কোনো অপূর্ণতা না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়।

সরেজমিনে গিয়ে আরব আমিরাত সুপারমার্কেটে দেখা যায়, বড় করে সাইনবোর্ড ও স্টিকার দিয়ে ৫০ শতাংশ ছাড় লেখা রয়েছে। ক্রেতাদের ভিড় বাড়ছে মার্কেটে। পরিবারে নিয়ে অফিসের ছুটির পর সন্ধ্যায় এ মার্কেটে চোখে পড়ছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে এ সরকারের পক্ষ থেকে খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে নয়টি মৌলিক ভোক্তা পণ্যের দাম বাড়াতে পারবেন না জানিয়েছেন। এ পণ্যগুলির মধ্যে রয়েছে রান্নার তেল, ডিম, দুগ্ধ, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি এবং গম।

প্রতি বছরের মতো এবারও মাহে রমজান উপলক্ষে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমিরাত সরকার। প্রায় ১০ হাজার নিত্যপণ্যের ওপর দিয়েছে বিশেষ মূল্য ছাড়। মসজিদে যেন মুসল্লিরা স্বাভাবিকভাবে তারাবির নামাজ আদায় করতে পারে সেই বিষয়ে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। রমজান মাস কেন্দ্র করে বিশেষভাবে সাজানো হয়েছে পুরো আমিরাতকে। এদিকে মাহে রমজান উপলক্ষে কয়েক শত বন্দিকে মুক্তি ঘোষণা দিয়েছেন আমিরাত সরকার।  

খাদ্যদ্রব্যের ওপর বিশেষ মূল্য ছাড় ও নিয়ন্ত্রণ থাকায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বাসিন্দারা। রমজানকে কেন্দ্র করে প্রবাসী কমিউনিটি ও পরিবারগুলো ইফতার মাহফিলসহ নানা আয়োজন সাজিয়ে রেখেছে মাসব্যাপী। পবিত্র কোরআন খতম ও প্রতিযোগিতার আয়োজন রেখেছে বিভিন্ন সংগঠন।