ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অপেক্ষার পালা শেষ, অক্টোবরেই ১৬৯ শিক্ষকের চূড়ান্ত সুপারিশ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • 140
অনলাইন ডেস্ক :  সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের সুপারিশ পাওয়া ১৬৯ জন শিক্ষককের পুলিশ ভেরিফিকেশন ফরম যাচাই করা হচ্ছে। অক্টোবর মাসেই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।
মঙ্গলবার, (১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এস এম মাসুদুর রহমান। তিনি বলেন, সেসিপের গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের ভি-রোল ফরম যাচাই করা হচ্ছে। এটি শেষ হলে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশপত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। চলতি মাসে সেসিপে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা কাজ শেষ করে মন্ত্রণালয়ের অনুমতি চাইব। অনুমতি পেলে চলতি মাসে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।
তথ্য মতে, গত ১৯ সেপ্টেম্বর থেকে সেসিপের ভি-রোল ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। যা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভি-রোল ফরম যাচাই শেষে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসিএ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অপেক্ষার পালা শেষ, অক্টোবরেই ১৬৯ শিক্ষকের চূড়ান্ত সুপারিশ

আপডেট সময় ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
অনলাইন ডেস্ক :  সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের সুপারিশ পাওয়া ১৬৯ জন শিক্ষককের পুলিশ ভেরিফিকেশন ফরম যাচাই করা হচ্ছে। অক্টোবর মাসেই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।
মঙ্গলবার, (১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এস এম মাসুদুর রহমান। তিনি বলেন, সেসিপের গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের ভি-রোল ফরম যাচাই করা হচ্ছে। এটি শেষ হলে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশপত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। চলতি মাসে সেসিপে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা কাজ শেষ করে মন্ত্রণালয়ের অনুমতি চাইব। অনুমতি পেলে চলতি মাসে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।
তথ্য মতে, গত ১৯ সেপ্টেম্বর থেকে সেসিপের ভি-রোল ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। যা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভি-রোল ফরম যাচাই শেষে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসিএ।