সিনিয়র রিপোর্টার : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের যে সুপারিশ করেছে, তার প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে কোনো বাধা নেই। তবে আইন ও নির্বাচন পদ্ধতি মেনে সংলাপে আসতে হবে।
আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আইন ও বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়োজিত যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিরোধীদের বিচার করতে সরকারের নতুন সেল মন্তব্যে আইনমন্ত্রী বলেন, ২০১৪ সালে গঠিত মামলা জট কমানোর সেলকে যদি কেউ রাজনৈতিক হিসেবে অবহিত করে, তাহলে আমার করার কিছু নেই।
বিচারক সোহেল রানাকে সাজা দেয়ার বিষয়ে হাইকোর্ট ও বিচারিক আদালতের বিচারকদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা নিরসন করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।