ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলে আল জাজিরা ব্যুরো বন্ধের প্রচেষ্টা করছেন যোগাযোগ মন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • 141

অনলাইন ডেস্ক :  আল জাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করার চেষ্টা করছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী। রোববার তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে হামাসপন্থী উস্কানি দেওয়ার এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্ভাব্য আক্রমণের সুযোগ করে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি যাচাই করেছেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের মাধ্যমেও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমা কার্হি।তবে এ বিষয়ে আল জাজিরা এবং দোহার সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য ছিল না।

কার্হি ইসরায়েলের আর্মি রেডিওকে বলেছেন, ‘এটি এমন একটি স্টেশন যা উসকানি দেয়, এটি এমন একটি স্টেশন যা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সৈন্যদের ছবি তোলে যা ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানমূলক এবং প্রচারণার মুখপত্র।’ তিনি আরও বলেছেন, ‘এটি অযৌক্তিক যে হামাসের মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে যায়। আমি আশা করি আমরা আজ এটি বন্ধ করব।’ পরবর্তী বিবৃতিটি মন্ত্রিসভা আলোচনা বা বন্ধের বাস্তবায়নের কথা উল্লেখ করেছে কিনা তা পরিষ্কার ছিল না।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে আল জাজিরা ব্যুরো বন্ধের প্রচেষ্টা করছেন যোগাযোগ মন্ত্রী

আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

অনলাইন ডেস্ক :  আল জাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করার চেষ্টা করছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী। রোববার তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে হামাসপন্থী উস্কানি দেওয়ার এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্ভাব্য আক্রমণের সুযোগ করে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি যাচাই করেছেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের মাধ্যমেও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমা কার্হি।তবে এ বিষয়ে আল জাজিরা এবং দোহার সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য ছিল না।

কার্হি ইসরায়েলের আর্মি রেডিওকে বলেছেন, ‘এটি এমন একটি স্টেশন যা উসকানি দেয়, এটি এমন একটি স্টেশন যা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সৈন্যদের ছবি তোলে যা ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানমূলক এবং প্রচারণার মুখপত্র।’ তিনি আরও বলেছেন, ‘এটি অযৌক্তিক যে হামাসের মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে যায়। আমি আশা করি আমরা আজ এটি বন্ধ করব।’ পরবর্তী বিবৃতিটি মন্ত্রিসভা আলোচনা বা বন্ধের বাস্তবায়নের কথা উল্লেখ করেছে কিনা তা পরিষ্কার ছিল না।