অনলাইন ডেস্ক : সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান তাজ (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ১০ টার দিকে মালিবাগের নিজ বাসায় তার মৃত্যু হয়। ছোট ভাই মো. মেরাজ জানান, শনিবার সকালে বাসায় তাজ ভাইয়ের হার্টঅ্যাটাক হয়। তাকে দারুস সালাম হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখানে চিকিৎসা শেষে আবার বাসায় নিয়ে আসা হয়েছিল। সোমবার সকালে তিনি বাসায় মারা যান। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছেন।
সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে আমিনুর রহমানের জানাজা হয়। জানাজা শেষে ক্র্যাব, ডিআরইউ ও ডিআরইউ সমবায় সমিতির পক্ষ থেকে আমিনুর রহমান তাজকে শ্রদ্ধাঞ্জালি জানানো হয়। পরে বিকেলে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ক্র্যাবের বর্তমান সভাপতি মির্জা মেহেদী তমাল, প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মধূসুদন মন্ডল, সাবেক সভাপতি পারভেজ খান ও ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী তার স্মৃতিচারণ করেন।
এ সময় ক্র্যাব উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, সাখাওয়াত হোসেন বাদশা, ইকরামুল কবীর টিপু, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, সাবেক ক্র্যাব সভাপতি মিজান মালিক, আবুল খায়ের, এসএম আবুল হোসেন, ইসারফ হোসেন ইসা ও আবু সালেহ আকনসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য আমিনুর রহমান তাজ আজকের কাগজ, আমাদের সময়সহ কয়েকটি পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।