ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনার বলেন : দুর্গাপূজায় প্রধান মণ্ডপগুলোতে বিশেষ টিম থাকবে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 136
অনলাইন ডেস্ক :  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে ২৪৮টি মণ্ডপে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান মণ্ডপগুলোতে প্রতিটি জায়গায় আর্চওয়ে ও বিশেষ টিম থাকবে। প্রতিটি পূজামণ্ডপেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল। আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী পূজার মূল কার্যক্রম শুরু হবে। মহাষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত পুরো সময়টাই পুলিশ আনসারসহ যে স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। পুলিশের পক্ষ থেকে সিভিল পোশাকেও লোক রাখা হয়েছে। ঢাকার পুলিশ প্রধান বলেন, সাইবারের মাধ্যমে কোনো মহল তার স্বার্থ হাসিলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করে থাকে। আমাদের পুলিশের পক্ষ থেকে এটি প্রতিরোধ করার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিএমপি কমিশনার বলেন : দুর্গাপূজায় প্রধান মণ্ডপগুলোতে বিশেষ টিম থাকবে

আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
অনলাইন ডেস্ক :  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে ২৪৮টি মণ্ডপে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান মণ্ডপগুলোতে প্রতিটি জায়গায় আর্চওয়ে ও বিশেষ টিম থাকবে। প্রতিটি পূজামণ্ডপেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল। আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী পূজার মূল কার্যক্রম শুরু হবে। মহাষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত পুরো সময়টাই পুলিশ আনসারসহ যে স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। পুলিশের পক্ষ থেকে সিভিল পোশাকেও লোক রাখা হয়েছে। ঢাকার পুলিশ প্রধান বলেন, সাইবারের মাধ্যমে কোনো মহল তার স্বার্থ হাসিলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করে থাকে। আমাদের পুলিশের পক্ষ থেকে এটি প্রতিরোধ করার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।