সিনিয়র রিপোর্টার: আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে। চলছে চাপা উত্তেজনা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুই দলের শীর্ষ নেতারা বলছেন, এগুলো গুজব। এর কোনো সত্যতা নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো দুটি কার্ডে দেখা গেছে- বিএনপির প্যাড এডিট করে লেখা হয়েছে, ২৮ অক্টোবরের সমাবেশে আগত নেতা-কর্মীদের গুলশানের আমেরিকান দূতাবাসের পাশের মাঠে অবস্থান করতে হবে। আর আওয়ামী লীগের প্যাড এডিট করে লেখা হয়েছে, শনিবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনের কারণে ঢাকার সমাবেশ স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এ বিভ্রান্তি ছড়াচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) যথাসময়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় নেতা-কর্মীদের দলে দলে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, গুজব। বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারি দল ও পুলিশ বাহিনী মিলে বিএনপির নামে গুজব ছড়াচ্ছে।