ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • 65

সিনিয়র রিপোর্টার : কর্ণফুলী নদীর তলদেশে মাল্টিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান হবে টানেলের পতেঙ্গা প্রান্তে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টায় সরকারপ্রধান হেলিকপ্টারে করে পতেঙ্গায় নেভাল হেলিপ্যাডে পৌঁছানোর খবর নিশ্চিত করেন উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টানেল দিয়ে আনোয়ারা প্রান্তে যাবেন। পরে কোরীয় ইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। তার আগমন উপলক্ষে সকাল নয়টা থেকে ইপিজেডের মাঠে দলে দলে আসতে শুরু করেছে মানুষ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টি-শার্ট পড়ে সমাবেশে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখছেন বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

এদিন  চট্টগ্রামে ১০টি প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়টি উদ্যোগের উদ্বোধন করবেন।

ট্যাগস

উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

সিনিয়র রিপোর্টার : কর্ণফুলী নদীর তলদেশে মাল্টিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান হবে টানেলের পতেঙ্গা প্রান্তে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টায় সরকারপ্রধান হেলিকপ্টারে করে পতেঙ্গায় নেভাল হেলিপ্যাডে পৌঁছানোর খবর নিশ্চিত করেন উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টানেল দিয়ে আনোয়ারা প্রান্তে যাবেন। পরে কোরীয় ইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। তার আগমন উপলক্ষে সকাল নয়টা থেকে ইপিজেডের মাঠে দলে দলে আসতে শুরু করেছে মানুষ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টি-শার্ট পড়ে সমাবেশে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখছেন বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

এদিন  চট্টগ্রামে ১০টি প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়টি উদ্যোগের উদ্বোধন করবেন।