অনলাইন ডেস্ক : রাজধানীর শাহজাহানপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বিএনপির এ নেতা মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ তার বাড়ির প্রধান গেট ভাঙ্গার চেষ্টা করছে। এর আগে মঙ্গলবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ (বুধবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আসাদুজ্জামান আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২৭ ডিসেম্বর দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল হুদা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করেন।