ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জো বাইডেনের কথিত উপদেষ্টা ৫ দিনের রিমান্ডে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 152

অনলাইন ডেস্ক :   মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গের অপরাধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর ভার্চুয়াল আদালত এই রিমান্ডের আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সুজানুর ইসলাম আসামিকে জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরদিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপি কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেনের উপদেষ্টা’ পরিচয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়া আরেফি নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তাকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, মিয়া আরেফি মার্কিন সরকারের কেউ না।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জো বাইডেনের কথিত উপদেষ্টা ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :   মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গের অপরাধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর ভার্চুয়াল আদালত এই রিমান্ডের আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সুজানুর ইসলাম আসামিকে জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরদিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপি কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেনের উপদেষ্টা’ পরিচয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়া আরেফি নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তাকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, মিয়া আরেফি মার্কিন সরকারের কেউ না।