ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 130

অনলাইন ডেস্ক :   প্রথম বারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আলুবোঝাই কয়েকটি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে। বর্তমানে আলু বোঝাই ভারতীয় ট্রাকগুলো খালাসের অপেক্ষায় বন্দরের পানামা পোর্টে অবস্থান করছে। এদিকে দেশে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে ৬০-৮০ টাকায় বিক্রি হলে সরকার দাম সহনীয় পর্যায়ে রাখতে আলু আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় হিলি স্থলবন্দরের আমদানীকারকরা ভারত থেকে আলু আমদানি করার জন্য কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ীতে আবেদন করেন। মঙ্গলবার ও বুধবার সরকার ১২জন আমদানিকারককে ভারত থেকে আলু আমদানির জন্য অনুমতি দেয়। বুধবার (১ নভেম্বর) আমদানিকারকরা প্রায় ১৪ হাজার মেট্রিকটন আলু আমদানির জন্য ব্যাংকে এসলি করেন। ফলে অনুমতির ৩ দিন পর বৃহস্পতিবার দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দুপুর ২টা থেকে ভারত থেকে আমদানিকৃত আলু বোঝাই ট্রাক বন্দরের ওয়্যারহাউজে প্রবেশ করছে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভারতীয় ৭টি ট্রাকে প্রায় ২০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আরও আমদানির অপেক্ষায় রয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক আবুল হাসনাত খান রনি জানান, ভারত থেকে আলু আমদানি করে দেশে আনতে সবমিলে কেজি প্রতি খরচ হচ্ছে ২২-২৫ টাকা। ফলে বাজারে ২৮-৩০ টাকায় সরবরাহ করা সম্ভব হবে। এতে করে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে। এদিকে হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, আলু আমদানি শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত আলু খালাস করে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমস কার্যালয়ে দাখিল করা হয়নি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ভারত থেকে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়েছে

আপডেট সময় ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :   প্রথম বারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আলুবোঝাই কয়েকটি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে। বর্তমানে আলু বোঝাই ভারতীয় ট্রাকগুলো খালাসের অপেক্ষায় বন্দরের পানামা পোর্টে অবস্থান করছে। এদিকে দেশে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে ৬০-৮০ টাকায় বিক্রি হলে সরকার দাম সহনীয় পর্যায়ে রাখতে আলু আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় হিলি স্থলবন্দরের আমদানীকারকরা ভারত থেকে আলু আমদানি করার জন্য কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ীতে আবেদন করেন। মঙ্গলবার ও বুধবার সরকার ১২জন আমদানিকারককে ভারত থেকে আলু আমদানির জন্য অনুমতি দেয়। বুধবার (১ নভেম্বর) আমদানিকারকরা প্রায় ১৪ হাজার মেট্রিকটন আলু আমদানির জন্য ব্যাংকে এসলি করেন। ফলে অনুমতির ৩ দিন পর বৃহস্পতিবার দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দুপুর ২টা থেকে ভারত থেকে আমদানিকৃত আলু বোঝাই ট্রাক বন্দরের ওয়্যারহাউজে প্রবেশ করছে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভারতীয় ৭টি ট্রাকে প্রায় ২০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আরও আমদানির অপেক্ষায় রয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক আবুল হাসনাত খান রনি জানান, ভারত থেকে আলু আমদানি করে দেশে আনতে সবমিলে কেজি প্রতি খরচ হচ্ছে ২২-২৫ টাকা। ফলে বাজারে ২৮-৩০ টাকায় সরবরাহ করা সম্ভব হবে। এতে করে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে। এদিকে হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, আলু আমদানি শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত আলু খালাস করে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমস কার্যালয়ে দাখিল করা হয়নি।