ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৮ নভেম্বর বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • 129
অনলাইন ডেস্ক :   বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রথম পুনর্মিলনী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ডা. মো.  শারফুদ্দিন আহমেদ।  সংবাদ সম্মেলনে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, আগামী ২৮ নভেম্বরে আগারগাঁও, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর  রিইউনিয়ন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হবে প্রথম রিইউনিয়ন।  অ্যালামনাই একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এতদিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিলনা।
২০২২ সাল থেকে এই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর হাত ধরে। বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এই প্রতিষ্ঠানের নাম ছিল আইপিজিএমএন্ডআর। জন্মলগ্ন থেকে  আজ অবধি এই প্রতিষ্ঠান অসংখ্য চিকিৎসককে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। অনেকেই দেশের গন্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। একটি নিখুঁত আয়োজনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর পুনর্মিলনের সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সর্বোচ্চ সুন্দর ও সফল করে তুলতে পারে।  ১ নভেম্বর থেকে এক অনাড়ম্বর  অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।  অনলাইন এবং অফলাইনে (সরাসরি এলামনাই অফিসে এসে) এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। 
ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। এই বিশ্ববিদ্যালয় এবং সাবেক আইপিজিএমএন্ডআর  থেকে যারা এমডি, এমএস, এমফিল, ডিপ্লোমা, এমপিএইচ, এমবিবিএস, বিএসসি, এমএসসি  প্রভৃতি পোস্টগ্রাজুয়েট ডিগ্রী সম্পন্ন করেছেন তাঁরা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররাও এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

২৮ নভেম্বর বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন

আপডেট সময় ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
অনলাইন ডেস্ক :   বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রথম পুনর্মিলনী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ডা. মো.  শারফুদ্দিন আহমেদ।  সংবাদ সম্মেলনে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, আগামী ২৮ নভেম্বরে আগারগাঁও, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর  রিইউনিয়ন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হবে প্রথম রিইউনিয়ন।  অ্যালামনাই একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এতদিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিলনা।
২০২২ সাল থেকে এই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর হাত ধরে। বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এই প্রতিষ্ঠানের নাম ছিল আইপিজিএমএন্ডআর। জন্মলগ্ন থেকে  আজ অবধি এই প্রতিষ্ঠান অসংখ্য চিকিৎসককে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। অনেকেই দেশের গন্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। একটি নিখুঁত আয়োজনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর পুনর্মিলনের সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সর্বোচ্চ সুন্দর ও সফল করে তুলতে পারে।  ১ নভেম্বর থেকে এক অনাড়ম্বর  অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।  অনলাইন এবং অফলাইনে (সরাসরি এলামনাই অফিসে এসে) এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। 
ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। এই বিশ্ববিদ্যালয় এবং সাবেক আইপিজিএমএন্ডআর  থেকে যারা এমডি, এমএস, এমফিল, ডিপ্লোমা, এমপিএইচ, এমবিবিএস, বিএসসি, এমএসসি  প্রভৃতি পোস্টগ্রাজুয়েট ডিগ্রী সম্পন্ন করেছেন তাঁরা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররাও এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য।