অনলাইন ডেস্ক : কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ডাল লেকে ভাসমান বেশ কয়েকটি হাউস বোটে আগুন লাগে। সেগুলো পুড়ে প্রায় ছাই হয়ে যায়। তার পরেই তিন জনের দেহ উদ্ধার করা হয়। নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউসবোটে ছিলেন।
দমকল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউসবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন। আগুন আরও ছড়ালে বড়সড় বিপত্তি হতে পারত।
গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউসবোটে আগুন লেগে সাতটি হাউসবোট পুড়ে গিয়েছিল। সেবার পর্যটকদের নিরাপদে বোট থেকে উদ্ধার করা গিয়েছিল।