অনলাইন ডেস্ক : আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম হুমকি হতে পারে। ভারতে নির্বাচনে নাকি ভয় সোশ্যাল মিডিয়া। আমাদের এখানেও ভয় আছে। আমি সোশ্যাল মিডিয়াকে ভয় পাই। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ড. জাফর ইকবাল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়া হয়। যার সকল সংকট তখন শুরু হয় এখনও চলছে। যারা ৭১ এ বিজয়ী হয়ে আসছে তারা কেউ হতাশ হয় না। বাংলাদেশের মানুষরা প্রয়োজনে একত্রিত হয়। তার জন্য কাজ করতে হবে। শাহবাগের গণজাগরণ মঞ্চ তার প্রমাণ।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর এক রাতের ভেতরে বাংলাদেশকে উল্টো দিকে নিয়ে যাওয়া হলো। আমাদের বর্তমান যত সংকট সব তখন থেকেই শুরু। কিছুদিন পরই প্রশ্ন উঠতে শুরু করল, মুক্তিযুদ্ধে কি এত মানুষ মারা গেছে? রাজাকারদের গাড়িতে মন্ত্রীর পতাকা তুলে দেওয়া হলো। আমাদের আর এমন ভুল করা চলবে না।
প্রাথমিক শিক্ষা নিয়ে এ শিক্ষাবিদ বলেন, শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের শেখাতে হবে আমরা মানুষ। ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতে হবে। তাদের জানাতে হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সাঁওতাল এসব পরিচয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে।
সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। এখানে সাম্প্রদায়িক ভেদাভেদ ছড়িয়ে পড়ার দায় আমাদেরই। আমরা তাদের একটি ভালো শিক্ষা ব্যবস্থা দিতে পারিনি।