সিনিয়র রিপোর্টার : কোন দলকে চাপ দিয়ে নির্বাচনে আনা হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বারবার আহ্বান জানানো হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের জোর করতে হয়নি। তারা স্বইচ্ছায় নিজেদের দল ভেঙে বিভিন্ন নামে নির্বাচনে অংশ নেবে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে আসা নিয়ে চাপের কোনো প্রশ্নই আসে না। তারা সবসময় আমাদের নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তারা ইলেকশন করবেন, করতে চান। আমাদের কথা একটাই নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, আপনারা যেভাবে দল ভেঙে নতুন দল করেছেন, সেভাবেও আসুন বা আপনারা যেভাবে আসতে পারেন আসুন। আমাদের তরফ থেকে আপনাদের স্বাগত।
আমরা যাকে পাচ্ছি তাকে ধরছি এমন তথ্য সঠিক নয় বলে মন্ত্রী জানান, আমি আপনাদের ধারণাটা দিলাম, তারা যে বলছে রাজনৈতিক মামলায় যাকে পাচ্ছি, তাকে ধরছি, বিএনপির নেতাদের ধরছি, মামলা করছি এটা কিন্তু সঠিক নয়। ২৮ অক্টোবরের আগে সারা দেশে প্রতিদিন ৫৬৫টি মামলা হতো। কিন্তু এখন পর্যন্ত ৪৩৮টি মামলা হয়েছে। ১২৭টির মতো মামলা কমেছে।
গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জাতিসংঘসহ অন্যান্য বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় আমাদের পদক্ষেপের ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। পাশাপাশি বিদেশি যারা আছেন, তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই ব্যবস্থা নিচ্ছি। আমরা এটা বলেছি যে, যদি আপনারা মনে করেন আপনার নিরাপত্তা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের জানালেই সেই বিষয়টি বিবেচনা করব।পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আমাদের কাছে সেটির একটি অনুলিপি দিলেই আমরা পদক্ষেপে নেবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকবে, যাতে কোনো কেউ কোনো রকম নাশকতা কিংবা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে। বিদেশি কূটনীতিকরা মুক্তভাবে চলাচল করতে পারবে কি না, জানতে চাইলে আমরা বলেছি, যেখানেই যেতে চান, যেতে পারেন। যদি তিনি মনে করেন, সহযোগিতার দরকার আছে আমাদের জানালেই আমরা সেটা করবো। আমরা তাকে বলেছি, বাংলাদেশে নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে, সবখানে আপনি দেখবেন সবাই উৎসুকভাবে অপেক্ষা করছেন। যখন থেকে প্রচার-প্রচারণা শুরু হবে, তখন থেকে ঢাক-ঢোল পিটিয়ে মিছিল দেখতে পাবেন। এটা কেবল বাংলাদেশই না, পুরো উপমহাদেশেই এমনটি ঘটে আসছে।’
বিএনপির নির্বাচনে অংশ নেওয়া এবং বিএনপির সিনিয়ার নেতা ফখরুলের জামিন প্রসঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আদালতে বিচারাধীন বিষয়ে সরকারের কোন প্রভাব রাখছে না। বিএনপিকে নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নিতে বারবার আহবান জানাচ্ছে। বিএনপি ভেঙ্গে বিভিন্ন নামে নির্বাচনে অংশ নিচ্ছে। অধিকাংশ দলই নির্বাচনে অংশ নেবে। জোর করে সন্ত্রাস দিয়ে জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে অংশ নিতে হবে।’