অনলাইন ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষীকির আয়োজন শুরু করা হয়। পরে বন্দর জেটিতে প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭৩ বছর আগে ১৯৫০ সালের পহেলা ডিসেম্বর সামুদ্রিক বন্দর হিসেবে যাত্রা শুরু করে মোংলা। একই বছর ১১ ডিসেম্বর পশুর নদীর জয়মনির ঘোলে ‘দি সিটি অব লিয়নস’ নামের একটি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ নোঙরের মাধ্যমে প্রথম মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনার শিপিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধূরী,মো. সুলতান হোসেন খানসহ কাস্টমস বন্দর ব্যবহারকারী, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন ।