সিনিয়র রিপোর্টার : ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, কিছু রাজনৈতিক দল ৯ বারে ১৮ দিন অবরোধ ও তিন দিন হরতাল ডেকেছে। কিন্তু অবরোধ ডেকে তারা পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা করছে। তবে মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়ছে না। তারা আর অবরোধ ও হরতাল মানছে না। তারা রাস্তায় চলাচল করছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তিনি সাংবাদিকেদের একথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ‘যানবাহন ও মানুষের ওপর বোমা নিক্ষেপ করাচ্ছে। যেখানে পরিত্যক্ত গাড়ি রাখা হয়, সেখানে গিয়ে আগুন লাগাচ্ছে। এভাবে কোনও রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। যেসব দুষ্কৃতকারী তথাকথিত অবরোধের নামে জানমালের ওপরে ককটেল বিস্ফোরণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, তাদের আমরা গ্রেপ্তার করেছি। অনেকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অনেকের নামও আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করবো।’
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি। পাশাপাশি আমাদের রুটিন মাফিক কাজও করছি। যারা প্রতারণা করে, যারা ডাকাতি করে, ওয়ারেন্টভুক্ত আসামি, তালিকাভুক্ত আসামি। তাদের গ্রেপ্তার করা আমাদের রুটিন ওয়ার্ক কাজ। পাশাপাশি জনগণের, সরকারের সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশের।’