সিনিয়র রিপোর্টার : বিএনপি সম্প্রদায়িক সন্ত্রাসীদের লালন ও পালনকর্তা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামায়াত বসে নেই। তারা তাদের অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এদেরকে আমাদের প্রতিহত করে শান্তির পরিবেশ তৈরি করতে হবে। বিএনপি জামায়াত ইতোমধ্যে গণতন্ত্ররে হত্যাকারী হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। সারা বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ যাতে সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে না পারে সে জন্য সব চেষ্টাই তারা করছে। এরা দেশের ১৭ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদের হাত থেকে যেকোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের যে প্রত্যাশা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এতদিন যেভাবে তাদের প্রতিহত করে গেছে আগামী ৭ তারিখ পর্যন্ত নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য কাজ করে যাবে এবং যারাই অগ্নিসন্ত্রাস করবে তাদের প্রতিহত করবে। বিএনপি জামায়াতের হাত থেকে যতদিন বাংলাদেশকে রক্ষা করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই সাম্প্রদায়িক শক্তি, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছিম বলেন, আপনাদের মাঠে ময়দানে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। নির্বাচন যাতে উৎসবমুখর ভাবে অনুষ্ঠিত হয় তার জন্য আপনারা কাজ করবেন। আপনারা সমন্বয় সাধন করে কাজ করবেন। সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনারা তাড়াতাড়ি আপনাদের কাজ শুরু করবেন। আপনারা সাহসী ও শক্তিশালী। আপনাদের সহযোগিতার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে মতবিনিময়সভা পরিচালনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাকা ৮ আসনের অন্তর্গত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি।