ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন অনূর্ধ্ব-১৯দল এশিয়া চ্যাম্পিয়নরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • 84

অনলাইন ডেস্ক :  সফল এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়া চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে সরাসরি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হবে ক্রিকেটারদের। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এদিকে, যুব চ্যাম্পিয়নরা বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছেন। তারা সেই আমন্ত্রণে যোগ দেবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।  

এশিয়া কাপের এবারে আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। যুব এশিয়া কাপ আসরের গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পরে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও হারায় জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। যা আসরের অন্যতম শক্তিধর দল। কিন্তু বাংলাদেশ অনায়াসেই জয় পায় ম্যান ইন ব্লুদের বিপক্ষেও। ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় যুবা টাইগাররা।  

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ মে সকাল ১১টায় বঙ্গবাজার বিপনী বিতান নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফিরেছেন অনূর্ধ্ব-১৯দল এশিয়া চ্যাম্পিয়নরা

আপডেট সময় ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :  সফল এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়া চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে সরাসরি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হবে ক্রিকেটারদের। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এদিকে, যুব চ্যাম্পিয়নরা বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছেন। তারা সেই আমন্ত্রণে যোগ দেবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।  

এশিয়া কাপের এবারে আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। যুব এশিয়া কাপ আসরের গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পরে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও হারায় জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। যা আসরের অন্যতম শক্তিধর দল। কিন্তু বাংলাদেশ অনায়াসেই জয় পায় ম্যান ইন ব্লুদের বিপক্ষেও। ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় যুবা টাইগাররা।