অনলাইন ডেস্ক : বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সোমবার বিকেলে আর্চ বিশপের আমন্ত্রণে সস্ত্রীক কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে যান প্রধান বিচারপতি। সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান বিচারপতি সবাইকে ধর্মীয় ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান।
এ সময় সেন্ট ম্যারি ক্যাথেড্রাল চার্চের আর্চ বিশপ, সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।