ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয় : শেখ হাসিনা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 146

সিনিয়র রিপোর্টার : তরুণ সমাজের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয়।’

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বারবার নিজের প্রাণনাশের অপতৎপরতার এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।’

জাতির পিতাকে হত্যার পর দেশের রাজনীতির পট পরিবর্তনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গঠন করা হয়েছে। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে, তাদের একদিন শাস্তি পেতে হবে।  আন্তর্জাতিক পর্যায়ে যারা নাক গলাতে আসে, তাদের কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয় : শেখ হাসিনা

আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : তরুণ সমাজের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয়।’

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বারবার নিজের প্রাণনাশের অপতৎপরতার এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।’

জাতির পিতাকে হত্যার পর দেশের রাজনীতির পট পরিবর্তনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গঠন করা হয়েছে। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে, তাদের একদিন শাস্তি পেতে হবে।  আন্তর্জাতিক পর্যায়ে যারা নাক গলাতে আসে, তাদের কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ।