ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হতে যেতে পারে’

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • 119

সিনিয়র রিপোর্টার :  নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এমন শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেন,  পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ, সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। যদি অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের আর্থিক, সামাজিক, ব্যবসায়িকসহ সব কিছু থমকে যাওয়া আশঙ্কা রয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, গত ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন। তারা আচরণবিধি প্রতিপালনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনে সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেকট্রোরাল এনকোয়ারি করা হয়েছে। উভয়ই মাঠে খুব ভালো কাজ করেছেন। এ কারণে নির্বাচনকে যে কোনো মূল্যে অবাধ ও গ্রহণযোগ্য করতে হবে।

নির্বাচন সুষ্ঠ করতে ইসির চেষ্টার কমতি নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আর মাত্র ৬ দিন বাকি। সপ্তম দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হতে যেতে পারে’

আপডেট সময় ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার :  নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এমন শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেন,  পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ, সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। যদি অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের আর্থিক, সামাজিক, ব্যবসায়িকসহ সব কিছু থমকে যাওয়া আশঙ্কা রয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, গত ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন। তারা আচরণবিধি প্রতিপালনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনে সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেকট্রোরাল এনকোয়ারি করা হয়েছে। উভয়ই মাঠে খুব ভালো কাজ করেছেন। এ কারণে নির্বাচনকে যে কোনো মূল্যে অবাধ ও গ্রহণযোগ্য করতে হবে।

নির্বাচন সুষ্ঠ করতে ইসির চেষ্টার কমতি নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আর মাত্র ৬ দিন বাকি। সপ্তম দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।