ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী জনসভায় যোগ দিতে ফরিদপুরের পথে শেখ হাসিনা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • 138

সিনিয়র রিপোর্টার : নির্বাচনী জনসভায় যোগ দিতে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রওয়ানা হন তিনি।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

জনসভায় ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী মনোনীত প্রার্থীরাই থাকবেন বলে জানা গেছে, যাদের দলীয় সভাপতির পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। তাছাড়া আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী প্রচারণা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

এদিকে ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফলে কাজ করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি রয়েছে, তা নিরসন হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাঁচ স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশস্থলে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠের চারদিকে নিরাপত্তা প্রাচীর থাকায় দুটি ফটক দিয়ে নেতাকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।

প্রসঙ্গত- সবশেষ  ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর শহরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকালে তিনি রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য রেখেছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হঠাৎ হাসনাত-সারজিস-আসিফের ফেসবুক আইডি কী হলো?

নির্বাচনী জনসভায় যোগ দিতে ফরিদপুরের পথে শেখ হাসিনা

আপডেট সময় ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : নির্বাচনী জনসভায় যোগ দিতে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রওয়ানা হন তিনি।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

জনসভায় ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী মনোনীত প্রার্থীরাই থাকবেন বলে জানা গেছে, যাদের দলীয় সভাপতির পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। তাছাড়া আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী প্রচারণা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

এদিকে ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফলে কাজ করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি রয়েছে, তা নিরসন হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাঁচ স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশস্থলে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠের চারদিকে নিরাপত্তা প্রাচীর থাকায় দুটি ফটক দিয়ে নেতাকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।

প্রসঙ্গত- সবশেষ  ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর শহরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকালে তিনি রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য রেখেছিলেন।