ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসির খসড়া তালিকা প্রকাশ : দেশে ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • 132

সিনিয়র রিপোর্টার : চলতি বছরে দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছর ভোটারের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। ফলে দেশে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। 

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

হালনাগাদকৃত তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার সংখ্যা পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯২৪ জন।

অতিরিক্ত সচিব  বলেন, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে খসড়া তালিকায় থাকবে। বিদেশি ভোটার, মৃত ভোটার ও জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা। এ তালিকা ধরেই আগামী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।

গত বছরের ২ মার্চে প্রকাশ করা ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দ্বাদশ ভোটের আগে ১৪ সেপ্টেম্বর হালনাগাদ করা তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। 

২০২৩ সালের হালনাগাদে খসড়া তালিকা পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয় ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন। নারী ভোটার অন্তর্ভুক্ত করা হয় সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন। ৭৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ইসির খসড়া তালিকা প্রকাশ : দেশে ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার

আপডেট সময় ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : চলতি বছরে দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছর ভোটারের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। ফলে দেশে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। 

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

হালনাগাদকৃত তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার সংখ্যা পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯২৪ জন।

অতিরিক্ত সচিব  বলেন, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে খসড়া তালিকায় থাকবে। বিদেশি ভোটার, মৃত ভোটার ও জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা। এ তালিকা ধরেই আগামী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।

গত বছরের ২ মার্চে প্রকাশ করা ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দ্বাদশ ভোটের আগে ১৪ সেপ্টেম্বর হালনাগাদ করা তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। 

২০২৩ সালের হালনাগাদে খসড়া তালিকা পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয় ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন। নারী ভোটার অন্তর্ভুক্ত করা হয় সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন। ৭৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।