ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে দাঁড়িয়ে স্যালুট করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • 248

অনলাইন ডেস্ক  :  দ্বাদশ সংসদের প্রথম অধিবেশ শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশ শুরু হয়। অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে সংসদ কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করার পরই সালাম ও কুশলবিনিময় করেন সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

প্রধানমন্ত্রীকে অনেক সংসদ সদস্য পায়ে হাত দিয়ে সালাম করেন। সেখানে সরকারদলীয় সংসদ সদস্যদের চেয়েও স্বতন্ত্র সংসদ সদস্যদের অংশগ্রহণ বেশি দেখা গেছে। জাতীয় পার্টির দুই-একজন সংসদ সদস্যও প্রধানমন্ত্রীকে সালাম দিতে দেখা যায়। 

দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংসদ নেতার আসনে বসার আগে প্রধানমন্ত্রীকে ঘিরে জড়ো হন এমপিরা। তারা সবাই সংসদ নেতাকে সালাম দেন। তাদের মধ্যে কয়েকজন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করেন। এ সময় নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পরে তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে রয়েছে অনন্য এক নজির। ৭ জানুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২৯৯টিতে। এর মধ্যে নির্বাচিত ৬২ জনই স্বতন্ত্র। তবে তাদের ৫৯ জনই আওয়ামী লীগ নেতা। এর আগে কোনো নির্বাচনেই এত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়নি। 

যদিও এবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। তবে দলটি থেকে নির্বাচিত প্রার্থীর তুলনায় স্বতন্ত্রদের সংখ্যা প্রায় ছয়গুণ বেশি, যা এবারই প্রথম। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ১০ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। পরদিন ১১ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সংসদে দাঁড়িয়ে স্যালুট করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

আপডেট সময় ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

অনলাইন ডেস্ক  :  দ্বাদশ সংসদের প্রথম অধিবেশ শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশ শুরু হয়। অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে সংসদ কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করার পরই সালাম ও কুশলবিনিময় করেন সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

প্রধানমন্ত্রীকে অনেক সংসদ সদস্য পায়ে হাত দিয়ে সালাম করেন। সেখানে সরকারদলীয় সংসদ সদস্যদের চেয়েও স্বতন্ত্র সংসদ সদস্যদের অংশগ্রহণ বেশি দেখা গেছে। জাতীয় পার্টির দুই-একজন সংসদ সদস্যও প্রধানমন্ত্রীকে সালাম দিতে দেখা যায়। 

দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংসদ নেতার আসনে বসার আগে প্রধানমন্ত্রীকে ঘিরে জড়ো হন এমপিরা। তারা সবাই সংসদ নেতাকে সালাম দেন। তাদের মধ্যে কয়েকজন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করেন। এ সময় নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পরে তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে রয়েছে অনন্য এক নজির। ৭ জানুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২৯৯টিতে। এর মধ্যে নির্বাচিত ৬২ জনই স্বতন্ত্র। তবে তাদের ৫৯ জনই আওয়ামী লীগ নেতা। এর আগে কোনো নির্বাচনেই এত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়নি। 

যদিও এবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। তবে দলটি থেকে নির্বাচিত প্রার্থীর তুলনায় স্বতন্ত্রদের সংখ্যা প্রায় ছয়গুণ বেশি, যা এবারই প্রথম। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ১০ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। পরদিন ১১ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়।